নওগাঁর পত্নীতলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে নজিপুর পৌরসভা চ্যাম্পিয়ন

নওগাঁর পত্নীতলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে নজিপুর পৌরসভা চ্যাম্পিয়ন
MostPlay

নওগাঁর পত্নীতলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

এতে নজিপুর পৌরসভা চ্যাম্পিয়ন এবং পত্নীতলা ইউনিয়ন রানার্সআপ হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে পত্নীতলা উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুমানা আফরোজ এর সভাপতিত্বে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সহকারী কমিশনার( ভূমি) আজিজুল কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, ওসি পলাশ চন্দ্র দেব, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, ইউপি চেয়ারম্যানগণ, কাউন্সিলর ও ইউপি সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ক্রীড়া প্রেমী দর্শকবৃন্দ প্রমূখ।

খেলায় নজিপুর পৌরসভা টিম পত্নীতলা ইউপি টিম কে ৬- ০ গোলে পরাজিত করে। নজিপুর পৌরসভা টিমের খেলোয়ার সাগর সেরা খেলোয়াড় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে বিজয়ী দলের মাঝে চাম্পিয়ান ট্রফি ও রানার আপ দলের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এবং অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password