নওগাঁর পত্নীতলায় সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর মাসিক আড্ডা অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর মাসিক আড্ডা অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর মাসিক সাহিত্য আড্ডা গতকাল শনিবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয় নজিপুর বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি ও বিশিষ্ট কবি ও সাহিত্যিক ড. আবুল হায়াত ইসমাইল হোসেনের সভাপতিত্বে নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে এই মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত কবি ও সাহিত্যিকবৃন্দ সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে তাদের পথচলা ও বর্তমান অবস্থান তুলে ধরেন।

উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক কবি আহমেদ হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক আড্ডায় মতামত ব্যক্ত করেন ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি আবদুর রউফ, সংগঠনের কোষাধ্যক্ষ ও শিবপুর ডিগ্রী কলেজের অধ্যাপক মো. নজরুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক কবি ডাঃ গুলজার হোসেন, সহ-সাংগাঠনিক সম্পাদক সাংবাদিক মো. আতাউর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, সংগঠনের পক্ষ থেকে অচিরেই একটি সাহিত্য বিষয়ক প্রকাশনা বের করা হবে। উল্লেখ্য উপজেলার প্রাণকেন্দ্র নজিপুরে ১৯৬৮ সালে উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী আত্মপ্রকাশ করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password