বানর খাবার পাবে সরকারি টাকায়

বানর খাবার পাবে সরকারি টাকায়
MostPlay

ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যের মধ্যে অন্যতম শহরজুড়ে বাস করা বানরের পাল। তবে দীর্ঘদিন ধরেই সরকারি-বেসরকারি কোন উদ্যোগ ছিলো না তাদের দেখভালের জন্য। অবশেষে দুঃখ ঘুচেছে বানরের। প্রাণীগুলির জীবন রক্ষায় মাসিক ৩০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আর এ জন্য উপজেলার রাজস্ব খাত থেকে এক বছরের জন্য ৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

রোববার বিকেলে এতথ্য জানিয়েছেন উপজেলা প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী৷ এর আগে গত ২৮ সেপ্টেম্বর 'প্রকৃতভাবে বিদ্যমান বানর রক্ষায় অর্থ ব্যয়ের অনুমোদন' বিষয়ের উপর স্থানীয় সরকার, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং বাংলাদেশ সচিবালয় বরাবর আবেদন করেন উপজেলা প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ ।

রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. সামছুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত ও স্মারকের পরিপ্রেক্ষিতে ধামরাই উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে প্রাকৃতিকভাবে বিদ্যমান খাবার বাবদ প্রতি মাসে ৩০ হাজার টাকা বিধি মোতাবেত ব্যয়ে প্রশাসনিক অনুমোদন দেয়ার নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রধান নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ বলেন, ‘এক মাস আগে আবেদন করেছিলাম। বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে। এমন ইতিবাচক সিদ্ধান্তে আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

মন্তব্যসমূহ (০)


Lost Password