পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি পুনর্নির্ধারণ করা হলো

পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি পুনর্নির্ধারণ করা হলো
MostPlay

পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) সরকারি ছুটি ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর পুনর্নির্ধারণ করেছে সরকার। ১৭ অক্টোবর রুলস অব বিজনেসের ক্ষমতাবলে জনপ্রশাসন মন্ত্রণালয় এ ছুটি পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করেছে সেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি পুনর্নির্ধারণ করবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

গত ৭ অক্টোবর সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কোথাও এদিন ১৪৪৩ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা.) ২০ অক্টোবর পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিন ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘বাংলাদেশের আকাশে আজ (৭ অক্টোবর) কোথাও ১৪৪৩ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

ফলে ৮ অক্টোবর (শুক্রবার) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ৯ অক্টোবর (শনিবার) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। এরই পরিপ্রেক্ষিতে, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি, ২০ অক্টোবর (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।’

মন্তব্যসমূহ (০)


Lost Password