নিজেদের মাঠেই হারের শঙ্কায় পড়ে গিয়েছিল পিএসজি। রাজেন বলস্পোর্ট লাইপজিগ ২-১ গোলে এগিয়ে গিয়ে রীতিমতো চোখরাঙানিই দিচ্ছিল পিএসজিকে। সে অবস্থায় দলের ত্রাতা হয়ে এলেন লিওনেল মেসির।আর্জেন্টাইন জাদুকরের জোড়া গোলে জয় পেয়ে মাঠ ছেড়েছে প্যারিসের দলটি। বহুদিন পর নিজের খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন মেসি। মঙ্গলবার রাতের ম্যাচে পিএসজির হয়ে প্রথম হ্যাটট্রিকের স্বাদ নিতে পারতেন মেসি।
কিন্তু তা হলো না। নিজে পেনাল্টি না নিয়ে দলের ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পেকে শট নিতে দিয়েছিলেন মেসি। যদিও সেই পেনাল্টি মিস করেছেন এমবাপ্পে। তাতে অবশ্য জয় বঞ্চিত হয়নি পিএসজি। পাক দি ফ্রাঁসে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি মেসির জোড়া গোলে ৩-২ ব্যবধানে জিতেছে পিএসজি। অবশ্য মেসির জোড়া গোলের একটি এসেছে পেনাল্টি থেকেই।
সে পেনাল্টিটা এমবাপ্পেই বাড়িয়ে দিয়েছিলেন মেসিকে! মঙ্গলবারের ম্যাচে নেইমারের অনুপস্থিতিতে দলের প্রধান পেনাল্টি টেকার এখন এমবাপ্পেই। কিন্তু মহাতারকা মেসিকে সম্মান দেখালেন ফরাসি ফরোয়ার্ড। গোলের সুযোগটা মেসির হাতেই তুলে দিলেন এমবাপ্পে! ম্যাচশেষে এমবাপ্পেকে প্রশ্ন করা হয়, নিজে না নিয়ে মেসিকে পেনাল্টি নিতে কেন দিলেনয় জবাবে ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘কেন আমি মেসিকে পেনাল্টিটা ছেড়ে দিয়েছিলাম? বিষয়টা স্বাভাবিক, সে বিশ্বের সেরা খেলোয়াড়!তিনি (মেসি) যে আমাদের দলে খেলতে এসেছেন, সেটাই তো আমাদের জন্য অনেক বড় সুবিধার ব্যাপার।
পেনাল্টি এলো, তিনি শটটা নিলো, আর গোল করলেন।’ এমবাপ্পের এই বদানত্যা কাছাকাছি সময়েই ফেরত দিয়েছেন মেসি। ম্যাচের যোগ করা সময়ে আরো একটি পেনাল্টি পায় পিএসজি। সেটাও মেসির কাছে নিয়ে গিয়েছিলেন এমবাপে। কিন্তু মেসি তা ফিরিয়ে দেন। সে কথা জানিয়ে ফরাসি তারকা ফরোয়ার্ড বলেন ‘দ্বিতীয়টার সুযোগও ছিল। তিনি সেটা আমাকে দিয়ে দেন। আর আমি সে সুযোগটা নষ্ট করলাম।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন