দেশে ফিরলেন মাহির স্বামী রাকিব সরকার

দেশে ফিরলেন মাহির স্বামী রাকিব সরকার

দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন, চিত্রনায়িকা মাহিয়া মাহীর স্বামী রকিব সরকার। ওমরাহ পালন শেষে সকালে ঢাকায় পৌঁছান তিনি। বিকেলে স্ত্রী মাহীকে নিয়ে যান, গাজীপুরে তার ব্যবসা প্রতিষ্ঠানে। মামলার আসামি হলেও, তাকে ধরতে পুলিশের কোনো তৎপরতা চোখে পড়েনি। ঢাকায় ফিরেছেন মাহিয়া মাহির স্বামী রকিব সরকার।

রোববার (১৯ মার্চ) সকালে সৌদি আরব থেকে ওমরাহ শেষে দেশে ফিরেন তিনি। এরপর রকিবকে ফুল দিয়ে বরণ করছেন মাহি। সেই ছবি সামাজিক যোগোযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে মাহি লেখেন, আলহামদুলিল্লাহ। অসংখ্য লাভ সাইনও দিয়েছেন তিনি। এর আগে শনিবার (১৮ মার্চ) মাহি সৌদি আরব থেকে দেশে ফিরলেও তার স্বামী আসেননি। রাকিব একদিন পর দেশে ফিরলেন।

এর আগে শুক্রবার (১৭ মার্চ) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ মামলা করে মাহিয়া মাহি ও রকিব সরকারের বিরুদ্ধে। পরে শনিবার (১৮ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুর দেড়টার দিকে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই আদালতে বিকালে তিনি জামিন পান।

মন্তব্যসমূহ (০)


Lost Password