ছাত্রলীগের আয়োজনে ছাত্রী সমাবেশে কলেজ শিক্ষার্থীদের বিএনপির অবরোধবিরোধী কর্মসূচির বিরুদ্ধে স্লোগান পাঠ করিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছাত্রীদের ছাত্রলীগ করার আহ্বান জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের কর্মমুখী করেছেন। নারীদের জন্য অনেক ধরণের সুযোগ সৃষ্টি করেছেন। উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী নিজেও ছাত্রলীগ করতেন। আমি ছাত্রীদের ছাত্রলীগ করার আহ্বান জানাই।
বুধবার (১৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত ছাত্রী সামাবেশে সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহি। সমাবেশে মাহিয়া মাহি বলেন, এখন মানুষের হাতে হাতে ইন্টারনেট সংযোগসহ মোবাইল ফোন রয়েছে। যা দিয়ে নারী উদ্যেক্তারা কাজ করছেন। আয় করছেন। কর্মসংস্থান সৃষ্টি করছেন। যা ১৫ বছর আগেও ছিল না।
এটাই স্মার্ট বাংলাদেশ। নৌকার জন্য ভোট চেয়ে মাহি বলেন, নতুন প্রজন্ম তাদের প্রথম ভোট নৌকা প্রতীকেই দেবেন। জেলা ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত এ ছাত্রী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন