কানাডায় দুর্ঘটনার শিকার কুমার বিশ্বজিতের ছেলে আইসিইউতে

কানাডায় দুর্ঘটনার শিকার কুমার বিশ্বজিতের ছেলে আইসিইউতে

কানাডার টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবির কুমার (২১)। স্থানীয় সময় সময় সোমবার (১৩ই ফেব্রুয়ারি) রাতে টরন্টোর ইটোবিককের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা চারজনের মধ্যে তিনজন নিহত হলে অপরজন নিবিড় কুমারকে সংকটাপন্ন অবস্থায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

দুর্ঘটনার খবর জানার পর শিল্পী কুমার বিশ্বজিৎ গতরাতেই ঢাকা থেকে কানাডার উদ্দেশে রওনা হয়েছেন। স্থানীয় পুলিশ জানায়, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে। চারজনই টরন্টোর হাম্বার কলেজের শিক্ষার্থী। তারা বাংলাদেশ থেকে যাওয়া শিক্ষার্থী। অন্টারিও’র হাইওয়ে ফোর টোয়েন্টি সেভেন থেকে সাউথবাউন্ডে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বিএমডব্লিউ মডেলের গাড়ীটি দুমড়ে মুচড়ে যায়।

ওন্টারিও প্রাদেশিক পুলিশ জানায়, হাইওয়েতে গাড়ী চালোনার সর্বোচ্চ গতিসীমা ১০০ কিলোমিটার। তবে দুর্ঘটনাকবলিত গাড়িটির গতি ছিল আরও বেশি। গাড়িটি প্রথমে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে পাশের আরেকটি দেয়ালে পড়ে উল্টে যায়। গাড়িটিতে এ সময় আগুন ধরে যায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে আরোহীদের উদ্ধার করে। এরমধ্যে ৩জন ঘটনাস্থলেই মারা যায়। অপরজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করে পুলিশ। ঘটনাস্থলে যারা মারা যান তারা হলেন- বাংলাদেশি শিক্ষার্থী আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও চালকের পাশে সামনের সিটে থাকা অ্যাঞ্জেলা বারৈ।

অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের পরিবারকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালে গাড়ী ও নৌপথে দুর্ঘটনায় শুধু অন্টারিওতেই মারা গেছে ৪’শ জনেরও বেশি। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর স্থানীয় গণমাধ্যম ও সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে টরোন্টোতে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে শোক নেমে আসে।

মন্তব্যসমূহ (০)


Lost Password