মানহানির দুই মামলায় জামিনের মেয়াদ বাড়ল খালেদার

মানহানির দুই মামলায় জামিনের মেয়াদ বাড়ল খালেদার
MostPlay

ঢাকা-নড়াইলে মানহানির মামলা নিষ্পত্তি পর্যন্ত জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের শুনানির পর সোমবার এ আদেশ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন শাহিন আহমেদ খান। আইনজীবী কায়সার কামাল  বলেন, পূর্ববর্তী জামিনের মেয়দ শেষ হওয়ায় আবার মেয়াদ বাড়ানোর আবেদন নিয়ে গিয়েছিলাম।

আদালত দুটি মামলা নিষ্পত্তি পর্যন্ত জামিন দিয়েছেন। গত বছরের ২৮ সেপ্টেম্বর বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ দুই মামলায় খালেদা জিয়ার জামিন এক বছর বাড়িয়েছিলেন। ২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনাসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। পরে ২০১৬ সালের ৫ জানুয়ারি এবি সিদ্দিকী মানহানির অভিযোগ এনে মামলা করেন।

এ মামলায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালত ২০২৮ সালের ৭ আগস্ট খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেন। এরপর হাইকোর্টে জামিন চাইলে ১৪ আগস্ট হাইকোর্ট খালেদা জিয়াকে ছয় মাসের অন্তবর্তী জামিন দেন। মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ২০১৫ সালের ২১ ডিসেম্বর বিরূপ মন্তব্য করার অভিযোগে ওই বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করা হয়। রায়হান ফারুকী নামে স্থানীয় এক মুক্তিযোদ্ধার ছেলে মামলাটি করেন।

এ মামলায় নড়াইলের আদালত ২০১৮ সালের ৫ আগস্ট জামিন আবেদন খারিজ করলে হাইকোর্টে জামিনের আবেদন করেন খালেদা জিয়া। পরে ১৩ আগস্ট খালেদা জিয়াকে ছয় মাসের অন্তবর্তী জামিন দেন উচ্চ আদালত। এরপর কয়েক দফা জামিনের মেয়াদ বাড়ানোর পর সর্বশেষ গত বছর ৩০ সেপ্টেম্বর এক বছরের জন্য মেয়াদ বাড়ানো হয়। এবার মামলা নিষ্পত্তি পর্যন্ত জামিনের মেয়াদ বাড়িয়েছেন উচ্চ আদালত।

মন্তব্যসমূহ (০)


Lost Password