নওগাঁ সাপাহারে নানা আয়োজনের মধ্য দিয়ে কারাম উৎসব অনুষ্ঠিত

নওগাঁ সাপাহারে নানা আয়োজনের মধ্য দিয়ে কারাম উৎসব অনুষ্ঠিত
MostPlay

নওগাঁ সাপাহারে নানা আয়োজনের মধ্য দিয়ে কারাম উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের প্রথম দিন উপোস ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নর ও নারীরা। বৃহস্পতিবার বিকেল ৪ টায় আদিবাসী পরিষদের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতনাত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সাংসদ বাবু সাধন চন্দ্র মজুমদার।

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, কারাম মেলার আয়োজন শুধু নিছক বিনোদনের জন্য করা হয় না। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন ও বিনোদনের পাশাপাশি ক্ষুদ্র ন-ৃগোষ্ঠী মানুষের ভাষা ও সংস্কৃতি রক্ষার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাপাহার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উদ্যোগে কারাম উৎসবে একজন পুরোহিত নতুন প্রজন্মের কাছে কিচ্ছা আকারে কারাম পূজার উদ্দেশ্য তুলে ধরেন। কিচ্ছা বলা শেষ হলে ওপস থাকা নারীরা পরস্পরকে খাবার আমন্ত্রণ জানিয়ে ওপস ভেঙে ফেলেন।

পরে বেদীতে পুঁতে রাখা কারাম ডালের চারপাশ ঘুরে ঘুরে ঢাক-ঢোল ও মাদলের বাজনার তালে তালে নৃত্য পরিবেশন করেন আদিবাসী তরুণীরা। এ সময় সেখানে আদিবাসি পরিষদের সদস্যবৃন্দু উপস্থিত ছিল।

মন্তব্যসমূহ (০)


Lost Password