ঢাকার তাপমাত্রা আর বৃদ্ধির আশংকা নেই। তবে কমে আসতে আরো দুএকদিন সময় লাগবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সারাদেশের তাপদাহও এই সপ্তাহের শেষে কমে আসবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে রের্ক্ড তাপমাত্রায় এরিমধ্যে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টির আশায় নামাজ আদায় করে দোয়া করেছেন মাওলানা শায়খ আহমাদুল্লাহ ও অন্যান্য মুসল্লীরা।
গরমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই বৃষ্টির আশায় খোলা আকাশের নিচে মুসল্লিদের সঙ্গে নিয়ে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর আফতাবনগর এল ব্লক খেলার মাঠে এ নামাজ হয়। নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝরে চোখের জল ছেড়ে মোনাজাত, তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। এ সময় চলমান বৈশ্বিক সংকট থেকে মুক্তির জন্য দোয়াও করা হয়। নামাজে অংশগ্রহণ করা মুসল্লিরা বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। তাই আমরা সবাই একত্র হয়ে এ নামাজ আদায় করেছি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন