নওগাঁর আত্রাই ডাসকো'র উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

নওগাঁর আত্রাই ডাসকো'র উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
MostPlay

নওগাঁর আত্রাইয়ে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে "তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক" এই স্লোগানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার হাটকালুপাড়া বাজার থেকে র‌্যালি শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কচুয়া বিল পানি সম্পদ ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর সামনে এসে শেষ হয়ে হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরজুমান আরা উত্তরবিল ধনেশ্বরী দলের ক্যাশিয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন হাটকালুপাড়া ইউনিয়নের মেম্বর আলহাজ্ব মোঃ আব্দুল খালেক সরদার (বিশা) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশন আত্রাই ইউনিটের উপজেলা সমন্বয়কারী আবুহেনা মোহাম্মদ ফিরোজ, এ্যাডভোকেসী এ্যাসিস্ট্যান্ট গোলাম রাব্বানী । আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, হাটকালুপাড়া ইউনিয়নের সকল মেম্বর, গ্রাম থেকে আগত বিভিন্ন দলের সদস্যসহ অত্র ইউনিয়নে কর্মরত ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ নজরুল ইসলাম।

জানা যায়, ডাসকো ফাউন্ডেশন বিএমজেড এবং নেট্ জ বাংলাদেশের সহযোগিতায় উপজেলার ৬টি ইউনিয়নের ১৪শ জন নারী সদস্যদের নিয়ে ২০১৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত পরিবেশ প্রকল্প বাস্তবায়ন করবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password