সার্ক মানবাধিকার সম্মেলন-২০২৩ এ উদ্ভাবক মিজানকে সম্মাননা

সার্ক মানবাধিকার সম্মেলন-২০২৩ এ উদ্ভাবক মিজানকে সম্মাননা
MostPlay

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হয়ে গেল সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মানবাধিকার সম্মেলন-২০২৩। শুক্রবার ঢাকাস্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অডিটোরিয়ামে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনে সার্কভুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধি, অন্যান্য দেশের অতিথি বৃন্দ সহ প্রায় ৫ শতাধিক ডেলিগেট অংশগ্রহণ করেন।

এসময় সম্মেলনে অংশগ্রহণকারিদের মধ্যে থেকে যশোরের শার্শা উপজেলার গর্ব দেশ সেরা উদ্ভাবক ও ফাউন্ডেশনের যশোর জেলা কমিটির সভাপতি মিজানুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করেন সার্ক ভূক্ত বিদেশি বন্ধুরা। বৃহৎ এ সম্মেলনে যোগ দিয়ে বিদেশিদের হাত থেকে সম্মাননা স্মারককে ভূষিত হওয়ায় নিজেকে আরো গর্বিত হওয়ার পাশাপাশি এই সম্মাননাকে অনেক বড় পাওয়া বলে মনে করেন উদ্ভাবক মিজানুর।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত মানবাধিকার সম্মেলনে যোগ দেওয়া নেপালের সাবেক প্রধান মন্ত্রী ঝালা নাথ খানাল এর হাত থেকে ক্রেস্ট তুলে নেন। এসময় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর মান্যবর মহাসচিব সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভুটানের ভিলেজ কানেকশন এর প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জেকসন ধুকপা, দিল্লির সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার কর্মী Adv .Dr. Gautam Ghos, জার্মানের মানবাধিকার কর্মী ও আন্তর্জাতিক বিশ্লেষক Volker U.Friedrich, দক্ষিণ কোরিয়ার মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক Park Chun Sung, কানাডার মাল্টি কালচারাল Pagent এর founder Gopsy Ghosg, মালয়েশিয়ার প্রতিনিধি Marietta Arguido Refo, ডুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর হাবিবুর রহমান, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল জব্বার খান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, মহাসচিব অধ্যাপক আবেদ আলী সহ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের দেশ ও বিদেশের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্যসমূহ (০)


Lost Password