শিবপুরের জয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিটিয়ে জখম

শিবপুরের জয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিটিয়ে জখম
MostPlay

নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমজাদ হোসেন নামের এক ব্যক্তির ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন ও স্থানীয়রা আহত ব্যক্তিকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখান থেকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেন। আহত আমজাদ হোসেন জয়নগর ইউনিয়নের কামরাব নোয়াপাড়ার মোঃ জজ মিয়ার ছেলে। আহত আমজাদ হোসেন জানান, আমাদের জমি জবরদখলের চেষ্টা করলে আমরা বাধা দেই।

আমাদের কাছে জমির সব কাগজপত্র আছে। দখলে বাঁধা দেয়ায় আক্তার হোসেনের ছেলে শামীম, ছমির উদ্দিন এর ছেলে সফিউল্লাহ, বেনু মিয়ার ছেলে কাউছার, পিয়ার মাহমুদের ছেলে আব্দুল হেকিম, ছমির উদ্দিনের ছেলে সানাউল্লাহ আমার ওপর হামলা চালায়। সাবল দিয়ে আমার মাথায় রক্তাক্ত জখম করে। বর্তমানে আমার মাথার ক্ষতস্থানে অনেকগুলো সেলাই রয়েছে।

আহত আমজাদ হোসেন এর পিতা জজ মিয়া জানান, আমাদের জমির সব ধরনের কাগজপত্র আছে। আমাদের জমি জবরদখলের চেষ্টা করলে বাঁধা দেয়ায় এই হামলা চালায়। এব্যাপারে ইউপি সদস্য হুমায়ূন মিয়া বলেন, মিমাংসার জন্য বসবো। তারিখও দেয়া হয়েছে, জার কাছে জমির কাগজ আছে তাকেই জমি ফিরিয়ে দেয়া হবে। এ বিষয়ে জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিম সরকার বলেন, আমি একবার মিমাংসা করেছি। এখন আবার তারা কি নিয়ে মারামারি করেছে তা আমি অবগত নই।

মন্তব্যসমূহ (০)


Lost Password