নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

নওগাঁ জেলার মান্দায় উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (৫ শে ডিসেম্বর) দুপুরে মান্দা খাদ্য গুদাম চত্বরে সারা দেশের ন্যায় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা ।

উদ্বোধনী অনুষ্ঠানে মান্দা উপজেলা নির্বাহী অফিসার আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা সুলতানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান মিঞা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব মামুন অর রশিদ, খাদ্য পরিদর্শক জনাব সোহেল রানা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব আমাল হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম ও প্রমূখ।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা বলেন, সরকারি বিধি মোতাবেক কৃষক ও মিলাররা যেন খাদ্য গুদামে ধান-চাল সরবরাহ করেন। দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের কাতারে নিয়ে গেছেন। দেশ এখন প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ধান-চালের গুনগতমান ধরে রাখতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবু বাক্কার সিদ্দিক বলেন, কৃষকেরা কোন রকম হয়রানি ছাড়াই যেন খাদ্য গুদামে ধান সরবরাহ করতে পারে,সে ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশিদ,জানান, মান্দা উপজেলায় আট শত চব্বিশ মেট্রিকটন ধান, প্রতি কেজি সরকারী মূল্য সাতাশ টাকা, আর চালের বরাদ্ধ তিন শত পয়ত্রিশ মেট্রিকটন প্রতি কেজি সরকারী মূল্য চল্লিশ টাকা দরে সরাসরি কৃষকের নিকট থেকে ক্রয় করা হবে।

তিনি আরো জানান কৃষকের এ্যাপ এর মাধ্যমে কৃষক নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র ও ব্যবহার করা মোবাইল নম্বর এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নতুন কৃষকদের নিবন্ধনই ধান বিক্রয়ের আবেদন হিসাবে গণ্য হবে।পুরাতন নিবন্ধিত কৃষকগনকে শুধু মাত্র ধান বিক্রয়ের আবেদন করতে হবে। মান্দায় এবার সাতাশ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের নিকট হতে তিনশত পয়ত্রিশ মেঃটন ধান ও বৈধ লাইসেন্সধারী মিল মালিকদের নিকট হতে চাল চারশত সাতাশ মেট্রিকটন সংগ্রহের লক্ষ্য মাত্রা নিদ্ধারণ করা হয়েছে। ধান–চাল সংগ্রহ শুরু হয় ৭ নভেম্বরে আর শেষ হবে আগামী ২২ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নিদ্ধারণ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password