খালি একটি প্লাস্টিক বোতলের বিনিময়ে নওগাঁয় মিলছে ফুল-ফলসহ বিভিন্ন গাছের চারা। নওগাঁ শহরের কেড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে 'অমর একুশে বইমেলায়' বিডি ক্লিন-এর স্টলে এ উপহার মিলছে। এর আগে গত বুধবার বিকেলে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর উদ্যোগে সাত দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে বিডি ক্লিন এর স্টলে গিয়ে কথা হয় সদস্যদের সঙ্গে। সদস্যরা বলেন, 'পরিচ্ছন্ন শুরু হোক আমার থেকে' এই স্লোগানকে সামনে নিয়ে পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি এবং ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার বন্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষতিকর প্রভাব তুলে ধরার পাশাপাশি, এর ব্যবহার কমাতে সাধারণ মানুষকে উৎসাহিত করা হচ্ছে। সদস্যরা আরও বলেন, মেলায় সব বয়সী মানুষ আসছে।
এ বিষয়ে সচেতনতার লক্ষ্যে প্লাস্টিকের একটি বোতলের বদলে একটি গাছের চারা দেওয়া হচ্ছে। মেলায় ঘুরতে আসার পর মানুষ পানির বোতল কেনে। পানি পান করা শেষ হয়ে গেলে ওই বোতল যত্রতত্র না ফেলে বিডি ক্লিন স্টলে জমা দেওয়ার জন্য অনুরোধ করেন সদস্যরা। বিডি ক্লিন নওগাঁর সমন্বয়ক (ভারপ্রাপ্ত) মো. রায়হান বলেন, আমরা কাজ করি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। আমাদের এই কর্মসূচির মূল কারণ হচ্ছে মানুষকে সচেতন করা। এ উদ্যোগে মানুষের যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে। সপ্তাহ ব্যাপী এই বই মেলায় এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক খালি প্লাস্টিকের বোতলের বিনিময়ে দেড় শতাধিক ফুল, ফলসহ বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিদিন মেলা প্রাঙ্গণে সব বিভিন্ন বয়সী মানুষ আসছে। বই মেলা একটা জ্ঞান আহরনের জায়গা। যারা আসে তারা হলেন বই প্রেমি মানুষ কিন্তু এখানে আসার পরে বইয়ে প্রতি বা দেশের প্রতি যে ভালো বাসা সেটা কিন্তু ফুটে ওঠছেনা। তারা যেখানে সেখানে ব্যবহৃত কাগজ, চকলেটের খোসা, বাদামের খোসা, আইসক্রিমের কাগজসহ বিভিন্ন ধরনের খাবার খেয়ে সে ময়লা আবর্জনাগুলি নিদির্ষ্ট ডাস্টবিনে না ফেলে যেখানে সেখানে ফেলছে।
এতে করে মেলার পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছে। বিডি ক্লিন এর সদস্যরা এসব ফেলে দেওয়া ময়লা আবর্জনা পরিস্কার করছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন