নওগাঁর ধামইরহাটে ইঁদুর মারার গ্যাস বড়ি খেয়ে অসুস্থ্য রোগীর মৃত্যু

নওগাঁর ধামইরহাটে ইঁদুর মারার গ্যাস বড়ি খেয়ে অসুস্থ্য রোগীর মৃত্যু
MostPlay

নওগাঁর ধামইরহাটে ইঁদুর মারার গ্যাস বড়ি খেয়ে এক অসুস্থ্য রোগীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৬ এপ্রিল) সকাল ৯টার দিকে ধামইরহাট পৌরসভার অন্তর্গত ৫নং ওয়ার্ডের উত্তর চকযদু (বড়ডাঙ্গা) মহল্লার মৃত তছির উদ্দিনের ছেলে আজিজুল হক (৫৩) নিজ বাড়িতে ভুল করে ইঁদুর মারার ৪টি গ্যাস বড়ি সেবন করে।

বড়ি সেবনের পর বমি হতে শুরু করলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে স্টোমাক ওয়াস করার পর সকাল ১০ টার দিকে সে মারা যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের রেকর্ডে অজানা বিষক্রিয়ার তার মৃত্যু হয়েছে লিখা রয়েছে। এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক আজিজুল হক প্রায় ৫-৬ বছর যাবত লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়েন। দুই-এক মাস পর তাকে রক্ত দিতে হয়।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, সুরতহাল তৈরি করে কোন অভিযোগ না থাকায় দাফনের জন্য পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password