আত্রাই উপজেলায় কালিকাপুর ইউনিয়ন কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

আত্রাই উপজেলায় কালিকাপুর ইউনিয়ন কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলার আত্রাই উপজেলাধীন কালিকাপুর ইউনিয়নে কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটির ফেব্রুয়ারী ২০২৫ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় কালিকাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদ ও ডাসকো ফাউন্ডেশনের এ-ইমপাওয়ার প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদ এর সভাপতিত্বে এবং এসএসিএমও মোঃ মাইনুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সচিব সোমিন্দ্রনাথ ভৌমিক, পরিষদের নির্বাচিত মহিলা সদস্যা কাজল, পারুল আকতার, শলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার মরিয়ম আকতার, পরিবার কল্যাণ পরিদর্শিকা নিপা রানী, পরিবার কল্যাণ সহকারী মো: তাইজুল ইসলাম, ফার্মাসিস্ট মো: মাহামুদুল ইসলাম, কিশোর অপূর্ব, কিশোরী খাদিজা খাতুন, প্রতিবন্ধী সদস্য হাবিবুর রহমান, ডাসকো ফাউন্ডেশনের এ-ইমপাওয়ার প্রকল্পের এএইচপি মরিয়ম আক্তার শেলি প্রমুখ।

সভায় কালিকাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা আরো গতিশীল করার জন্য কিশোর-কিশোরী কর্ণার সাজানো, কমিউনিটি এবং বিদ্যালয়ের ফোরামের সাথে মিটিং করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password