নওগাঁর পত্নীতলায় উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩রা এপ্রিল) বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও রুমানা আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির,স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ আরএমও ডা. নাসির হায়াত, কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল, নির্বাচন অফিসার জাহিদুর রহমান জাহিদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, শিক্ষা বিষয়ক আবুল কালাম আজাদ অরুন, এসআই নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, তথ্য আপা তিথি সরকার, বীর মুক্তিযোদ্ধাগণ, উইপি চেয়ারম্যানগণ, স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
পরে প্রধান অতিথি সুলতানা কামাল উপজেলা ব্যাডমিন্টন ক্লাবের শুভ উদ্বোধন করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন