রাশিয়ায় ওমিক্রনের আরো বেশি সংক্রামক উপধরন শনাক্ত

রাশিয়ায় ওমিক্রনের আরো বেশি সংক্রামক উপধরন শনাক্ত
MostPlay

রাশিয়ায় ওমিক্রনের আরো বেশি সংক্রামক উপধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন এক রুশ গবেষক। তিনি দেশটির রাষ্ট্রীয় ভোক্তা স্বাস্থ্য নজরদারি সংস্থা রসপোত্রেবনাদজর-এর জ্যেষ্ঠ কর্মকর্তা ও গবেষক কামিল খাফিজভ। গবেষক খাফিজভ জানান, দুটি রাষ্ট্রীয় গবেষণাগারের পক্ষ থেকে ভিজিএরাস ডাটাবেইসে বিএ.৪-এর অধীন ভাইরাল জিনোম জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এই নমুনাগুলো মে মাসের শেষের দিকের সময়ের।

খাফিজভ আরো বলেন, ‘সাম্প্রতিক সময়ে প্রকাশিত কিছুসংখ্যক গবেষণায় উঠে এসেছে যে বিএ.৪ ও বিএ.৫ হিসেবে পরিচিত ধরনগুলো ওমিক্রনের আগের রূপগুলোর চেয়েও বেশি সংক্রামক। ’ পাশাপাশি বিএ.২ উপধরন এখনো রাশিয়ার ৯৫ শতাংশ নতুন সংক্রমণের জন্য দায়ী বলে উল্লেখ করেন এ বিজ্ঞানী। মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানও এ রকম এক সতর্কবার্তা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, টিকাবিহীন দেশগুলোতে ওমিক্রনের উপধরন বিএ.৪ ও বিএ.৫ সংক্রমণ বৃদ্ধি করছে। তবে গোটা বিশ্বে এখনো আধিপত্যের অবস্থানে রয়েছে বিএ.২ উপধরন।

সূত্র : এনডিটিভি

মন্তব্যসমূহ (০)


Lost Password