নোয়াখালীতে নববধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন

নোয়াখালীতে নববধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন
MostPlay

নোয়াখালীর কবিরহাটে পরকীয়ার জেরে এক নববধূকে হত্যার ঘটনায় তার স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে নোয়াখালী দায়রা জজ সালেহ আহমেদ এ রায় ঘোষণা করেন। এরপর আসামিকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত মনির হোসেন বাবু ঐ উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দয়ারামদি গ্রামের আলী আহম্মদের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১ মে দয়ারামদি গ্রামের শ্বশুরবাড়ি থেকে নববধূ নাজমা আক্তার ওরফে নাজুর লাশ উদ্ধার করে পুলিশ। ৩০ এপ্রিল রাতে আসামি মনির হোসেন বাবু তার স্ত্রীকে ঠান্ডা মাথায় শ্বাসরোধে হত্যা করে। এরপর সে স্থানীয় চেয়ারম্যানের কাছে গিয়ে হত্যার দায় স্বীকার করে। সেখান থেকে বাবুকে পুলিশে সোপর্দ করা হয়। ঐ রাতেই নিহতের বড় ভাই কবিরহাট থানায় মামলা করেন।

মামলাটির তদন্ত করে নিহতের স্বামী বাবুকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিটে বলা হয়- বিয়ের আগে থেকেই একই এলাকার মরিয়ম আক্তার পপি নামে এক নারীর সঙ্গে বাবুর প্রেম ছিল। এরই জেরে সে স্ত্রী নাজমাকে হত্যা করেছে। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামি মনির হোসেন বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। আদালতের পিপি গুলজার আহমেদ জুয়েল এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password