নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর শিবপুর জোনাল অফিসের অতিরিক্ত বিল, হয়রানি ও দুর্ব্যবহার সহ বিদ্যুতিক সমস্যা সমাধানের জন্য মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ১ টায় কলেজ গেইট শহীদ মিনার এলাকায় মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ।
এসময় ভুক্তভোগী গ্রাহকরা গণস্বাক্ষর দেন এবং মানবন্ধনে শিক্ষার্থীরা শিবপুর জোনাল অফিসের হয়রানির বিষয় তুলে ধরেন।
মানবন্ধনে বক্তারা জানান, শিবপুরে অতিরিক্ত লোডশেডিংয়ের পাশাপাশি ভুতুড়ে বিল, হয়রানি ও গ্রাহকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ তুলেন। তারা শিবপুরে বিদ্যুতিক সকল সমস্যার সমাধানের দাবি করেন।
মানবন্ধন শেষে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব এর কাছে শিবপুর পল্লীবিদ্যুৎ অফিসের সমস্যা গুলো তুলে ধরেন এবং সমাধানের দাবি জানান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন