নওগাঁর মান্দায় বিদ্যুতের শটসার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে বসতবাড়ি

নওগাঁর মান্দায় বিদ্যুতের শটসার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে বসতবাড়ি
MostPlay

নওগাঁর মান্দায় বিদ্যুতের শটসার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে এক বিধবার বসতবাড়ি। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের আয়াপুর দক্ষিণপাড়া গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম রেজিয়া বিবি। তিনি আয়াপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত জনাব আলীর স্ত্রী। এক সপ্তাহ আগে বাড়িটি তালাবদ্ধ করে তিনি ঢাকায় পুত্রবধূর কাছে বেড়াতে যান।

স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করেই রেজিয়া বিবির বাড়িতে আগুন জ্বলে উঠে। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। স্থানীয় ইউপি সদস্য হারুন-অর-রশীদ জানান, স্বামী জনাব আলী ও বড়ছেলে এমদাদুল হক মারা যাওয়ার পর রেজিয়া বিবি একাই বাড়িতে থাকতেন। এক সপ্তাহ আগে তিনি ঢাকায় বেড়াতে যান। বাড়িটি তালাবদ্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ আবুল কাসেম দেওয়ান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে বসতবাড়ির সমুদয় মালামাল পুড়ে তিন লাখ টাকার বেশি ক্ষতিসাধন হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password