তৃতীয় বিয়েও টিকল না হলিউডের অভিনেত্রী হ্যালি বেরির

তৃতীয় বিয়েও টিকল না হলিউডের অভিনেত্রী হ্যালি বেরির

অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি বর্তমান হলিউডের সবচেয়ে বেশি সম্মানী পাওয়া একজন শিল্পী, এরপরও তিনি অনুভব করেন নিজেকে প্রমাণ করা প্রয়াস কখনও বন্ধ করা উচিত নয়। তৃতীয় বিয়েও টিকল না হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরির। ৮ বছর আইনি প্রক্রিয়া শেষে সম্প্রতি অলিভার মার্টিনেজের সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ চূড়ান্ত হয়। পিটিশনের রায়ে তাদের ৯ বছর বয়সি ছেলে ম্যাসিওর যৌথ আইনি ও শারীরিক হেফাজত নির্ধারিত হয়।

সে অনুযায়ী শিশু সহায়তার অংশ হিসাবে মার্টিনেজকে প্রতি মাসে ৮ হাজার মার্কিন ডলারের খোরপোশ দেবেন বেরি। ‘আনফেইথফুল’ সিনেমাখ্যাত অলিভার মার্টিনেজের সঙ্গে ২০১৩ সালে বিয়ে হয়েছিল হ্যালি বেরির। দুবছর সংসার করার পরই এক বিবৃতিতে বেরির সঙ্গে সংসার না-চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

এরপর দুজনই আদালতে বিবাহ বিচ্ছেদের পিটিশন দাখিল করেন। উল্লেখ্য, হ্যালি বেরি ১৯৯২ সালে আমেরিকান বেইসবল খেলোয়াড় ডেভিড জাস্টিসকে বিয়ে করেছিলেন। তার সঙ্গে ১৯৯৭ সালে বিচ্ছেদের পর ২০০১ সালে আমেরিকান গায়ক-অভিনেতা এরিক বেনেটকে বিয়ে করেন। সে সংসারও টিকেছিল ৪ বছর। বর্তমানে গ্র্যামিজয়ী আমেরিকান মিউজিশিয়ান ভ্যান হান্টের সঙ্গে ডেটিং করছেন ৫৭ বছর বয়সি হ্যালি বেরি।

মন্তব্যসমূহ (০)


Lost Password