বারবার ফোন হ্যাং হওয়া একটি কমন সমস্যা । বিশেষ করে পুরানো ফোন হ্যাং করা একটি সাধারণ সমস্যা। বেশীরভাগ সময় আমরা যখন ফোনে গেম কিংবা ভিডিও দেখার সময় এই সমস্যা পড়ি। এই থেকে মুক্তি পেতে এবং ফোনকে ফাস্ট করে তুলতে আসুন জেনে নেই তিনটি সহজ সমাধান জেনে নেই।
অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ডিলেট: ফোনে বেশী অ্যাপ প্রসেসরের উপর চাপ তৈরি করে । তাই আপনার ফোনের অপ্রয়োজনীয় অ্যাপগুলো ডিলিট করুন। এতে প্রসেসের উপর চাপ কমবে।
ডেটা ড্রাইভে সেভ করুন : ফোনের ইন্টার্নাল মেমোরী খালি থাকলে ফোনের স্পীড ও হ্যাং থেকে রক্ষা পাওয়া যায়। এর জন্য আপনার ফোনের ডেটাগুলো গুগল ও ক্লাইড স্টোরেজের সুবিধা নিয়ে সেখানে রাখা যেতে পারে। এতে আপনার ফোনের উপর চাপ কমবে এবং ফোন হবে সুপার ফাস্ট।
ফ্যাক্টরি রিসেট : যখন উপরের দুটি পদ্ধতি ব্যবহার করে ও সমাধান পাওয়া যাবেনা তখন এর বিকল্প ও সমাধান হতে পারে ফ্যাক্টরি রিসেট। ফ্যাক্টরি রিসেট করার ফলে আপনার ফোনের সমস্ত তথ্য ডিলিট হয়ে যেতে পারে। সেই কারণে আপনার ফোনটি পুনরায় আগের মতো কাজ করতে পারে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন