নওগাঁয় নারী এনজিও কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁয় নারী এনজিও কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ সদরের একটি বাসা থেকে বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শহরের রজাকপুর মধ্যপাড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় লিয়াকত আলীর বাসার দ্বিতীয় তলায় ফ্যানের সিলিংয়ে ফাঁস লাগানো অবস্থায় সাবিনা ইয়াসমিনকে পায় পুলিশ। সাবিনার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের চকবালু আমিনগন্জ এলাকায়। তিনি সুরমা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের এনজিওর প্রধান কার্যালয়ের সহকারী হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন। মরদেহটির পরিচয় রাত সাড়ে ৯টার দিকে নিশ্চিত করেন তার ভগ্নিপতি হোসেন আলী।

তিনি বলেন, ‘সুরমা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের এই সংস্থা বেশ কিছুদিন আগে শত শত মানুষের কয়েক কোটি টাকা নিয়ে উধাও হয়ে যায়। ফলে তাদের সকল শাখার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এদিকে যে সকল কর্মকর্তা-কর্মচারীরা এই সুরমা মাল্টি পারপাসে চাকরি করেছে, তারা পড়ে যায় বিপদে। অনেকে সমিতির মালিকদের চাপে আমানত সংগ্রহ করতে বাধ্য হয়। ‘সাবিনাও চাকরি করার সুবাদে এলাকার পরিচিতজনদের কাছ থেকে টাকা আমানত হিসেবে জমা রাখে এই সমিতিতে। হঠাৎ সমিতি উধাও হয়ে যাওয়ায় সে পড়ে যায় বিপদে। আমানতকারীর চাপ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করতে পারে বলে অনেকে ধারণা করছেন, তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।’

নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল গফুর বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। যেহেতু দরজা-জানালা লাগানো ছিল, তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করতে পারে। ‘তারপরও ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।’

মন্তব্যসমূহ (০)


Lost Password