জিপিএল এর এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে জয়নগর স্টার'স সোনারচর সুপার স্টার'স কে বিশাল ব্যবধানে পরাজিত করেছে।
এর আগে জিপিএর এর দুটি আসর গেলেও দল রাখতে পারেনি জয়নগর স্টার'স তবে জিপিএল সিজন-৩ আসরে দল রেখে প্রথম ম্যাচে বাজিমাত করেছে জয়নগর স্টার'স। নিজেদের প্রথম ম্যাচে সোনারচর সুপার স্টার'স কে ৭ উইকেটের বিশাল ব্যাবধানে হাড়িয়েছে জয়নগর স্টার'স।
সুপার সিক্স রাউন্ডের ১২ ওভারের এই খেলায় প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সোনারচর সুপার স্টারস এর খেলোয়াড়েরা জয়নগর স্টার'স এর বোলিং তোপে ১০ উইকেটে করেছে ১০৬ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন মোহাম্মদ ফয়সাল ২৫ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ফয়েজ ২০ রান ৷ এছাড়া আর কোন খেলোয়াড় ঠিকমত দাড়াতেই পারেনি।
জয়নগর স্টার'স এর নিজেদের তিন ওভার বল করে ৪টি করে উইকেট নিয়েছেন নয়ন দাস ও নারায়ণ দাস। এছাড়া মোহাম্মদ নাদিম সরকার নিয়েছেন ১টি উইকেট। ইনিংসের দ্বিতীয় ওভার এবং নিজের প্রথম ওভারেই প্রথম ব্যাক থ্রো এনে দেন নয়ন দাস।
১০৬ রানের লক্ষে তারা করতে নেমে ১৫ বল বাকি থাকতেই মাত্র ৩ উইকেটে হারিয়ে নিজেদের জয় তুলে নেন জয়নগর স্টার'স। দলের হয়ে সর্বোচ্চ রান করেন হৃদয় দাস। হৃদয় দাস মাত্র ২১ বলে ছয় ছক্কায় এক চারে করেন ৪৯ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন নারায়ণ দাস।
দলের এমন পারফরম্যান্সে খুশি জার্সি স্পন্সর সুজন রায়। তিনি জয়নগর স্টার'স এর সকল খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন এবং অব্যাহত রাখতে অনুরোধ করেছেন।
তিনি বলেন, জয়নগর স্টার'স আজ একটি মনোমূগ্ধকর খেলা উপহার দিয়েছেন আজ আমাদের। আমি অভিনন্দন জানাই সকল খেলোয়াড়দের সেই সাথে সকল কলাকুশলীদের। সাধুবাদ জানাই আয়োজকদের সেইসাথে সাধুবাধ জানাই গোবিন্দপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান জনাব মাইনুদ্দিন মুন্সি তপন সাহেবকে। যদি তরুনদের প্রতিনিয়ত এমন খেলার মাঝে রাখা যায় তাহলে তরুনরা কখনো নেশার দিকে ঝুঁকে পড়বে না।
জয়নগর স্টার'স এর দলনেতা মোহাম্মদ ইয়াসিন বিডিটাইপ কে বলেন, সত্যি আমার দলের সকল খেলোয়াড়দের পারফরমেন্সে আমি মূগ্ধ। আমরা জয়ের ধারা অব্যাহত রাখতে চাই। দলের সকল ভাল পারফর্মারদের অভিনন্দন জানাই। এছাড়াও যারা এই খেলাটি আয়োজন করেছেন আমি সকলকে সাধুবাদ জানাই।
খেলার সরাসরি স্কোর দেখা যাবে - www.cricheroes.in.live এই ওয়েব সাইটে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন