জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংক সাপাহার এরিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি

জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংক সাপাহার এরিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৩ কোটি গাছের চারা রোপণের কর্মসূচীর ঘোষনা দেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ।

গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের কর্মসূচির অংশ হিসাবে সারাদেশের ন্যায় মঙ্গলবার (১৫ ই আগস্ট ) দিনব্যাপী গ্রামীণ ব্যাংক নওগাঁ যোনের সাপাহার এরিয়ার ;সাপাহার, পত্নীতলা, মতিনধর পত্নীতলা, আকবরপুর পত্নীতলা, গাংগুরিয়া, দিবর, হাতুড় মহাদেবপুর, তেতুলিয়া পোরশা, সহ ১৩ টি শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

গ্রামীণ ব্যাংক নওগাঁ যোনের যোনাল ম্যানেজার আবুল বাশার এর দিক নির্দেশনায় এরিয়া ম্যানেজার আব্দুর রহিম এবং প্রোগ্রাম অফিসার শাহাদাৎ হোসেন এর পরামর্শে এরিয়ার ১৩ টি শাখায় স্ব স্ব শাখার কর্মকর্তা কর্মচারীরা এ বৃক্ষ রোপণ কর্মসূচী বাস্তবায়ন করেন। প্রতিটি শাখায় প্রায় ১০ হাজার করে গাছের চারা রোপণ ও বিতরণ করেছে।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের সাথে একাত্মা ঘোষণা করে ২০২৩ সালে দেশব্যাপী ২০ কোটি গাছের চারা লাগানোর কর্মসূচি গ্রহণ করেছে গ্রামীণ ব্যাংক। বঙ্গবন্ধুর বৃক্ষপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ২০২১ সাল হতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে বর্তমান পরিচালনা পর্রষদ।

মন্তব্যসমূহ (০)


Lost Password