নওগাঁর আত্রাইয়ে প্রজন্ম ক্যারিয়ার প্লান ও সংবর্ধনা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে প্রজন্ম ক্যারিয়ার প্লান ও সংবর্ধনা অনুষ্ঠিত
MostPlay

নওগাঁ আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি কলেজে প্রজন্ম ক্যারিয়ার প্লান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (১লা জানুয়ারী) প্রজন্মের আলো /প্রজন্মের মেলার আয়োজেনে তরুণ উদ্যোক্তা মো: সাদেকুর রহমান বাঁধন, শিক্ষাবিদ সহিদ প্রামানিক, প্রজন্ম ফ্রিল্যান্সিং ইন্সটিটিউট ও রহমান স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে এলাকার যুব সমাজের মধ্যে ক্যারিয়ার বিষয়ে আলোচনা এবং তিনজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়।

প্রজন্মের আলোর সম্পাদক ও নওগাঁ জেলার শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান (রিজভী)’ র সভাপতিত্বে অনুষ্ঠানে যে তিনজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয় তারা হলেন- লোকসংগীত রিয়েলিটি শো আর টিভি বাংলার গায়েন সিজন -২ এর প্রথম রানার আপ মোছা: সাথী আক্তার, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর রচনা প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্থান অধিকারীনী বান্দাইখাড়ার কৃতি সন্তান অনুশ্রী সাহা এবং ২০২২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত নৃত্যশিল্পী সাদিয়া আফরিন মৌ ।

এ সময় অধ্যাপক শহিদুল ইসলাম, প্রভাষক জাকিরুল ইসলাম, প্রভাষক আবু রেজা , আত্রাই প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেন (সেন্টু) , ছাত্রলীগ নেতা মো: রনি ,জনতা মেডিকেল স্টোর এর স্বত্বাধিকারী শিশির সাহা প্রজন্মের আলো পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি তরুণ উদ্যোক্তা সাদেকুর রহমান (বাঁধন) , রাজিয়া সুলতানা রিক্তা, সম্মাননা প্রাপ্ত সাথী আক্তার,সম্মাননা অনুশ্রী সাহা, সম্মাননা সাদিয়া আফরিন মৌ প্রমুখ বক্তব্য রাখেন ।

এসময় অন্যান্যের মধ্যে মধ্যে প্রভাষক মাসুদ পারভেজ, প্রভাষক রিপন, প্রভাষক মামুনুর রশিদ, মামুন প্রভাষক ইদ্রিস আলী , খালেক হাসান, হারুনুর রশিদ (উজ্জ্বল),আফাজ উদ্দীন,জহুরুল ইসলাম, আবু বকর সিদ্দিক, রফিকুজ্জামান (মানিক) সহ অত্র কলেজের ছাত্র-ছাত্রী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

শেষে অনুশ্রী সাহা ও অধ্যাপক শহিদুল ইসলাম ইসলামের দ্বৈত কন্ঠে কবিতা আবৃত্তি,সাথী আক্তার এর কন্ঠে সংগীত ও সাদিয়া আফরিন মৌ এর নৃত্য পরিবেশনা উপস্থিত সকলের মনোরঞ্জন করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password