গেইল এবং লুইস ঝড়ে সিপিএল ফাইনালে সেইন্ট কিটস

গেইল এবং লুইস ঝড়ে সিপিএল ফাইনালে সেইন্ট কিটস

সিপিএলের ২০২১ সালের আসরে ফাইনালে উঠার জন্য সেইন্ট কিটসের সামনে ১৭৯ রানের বড় টার্গেট দাড় করিয়েছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। কিন্ত সেমিফাইনালে ক্রিস গেইল ও রভিন লুইসের ঝড়ে সেই টার্গেটটাকে ছোটই মনে হল। এই দুজনের ব্যাটিং তান্ডবে ১৩ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় দিয়েই সিপিএল ফাইনাল নিশ্চিত করলো সেইন্ট কিটস।

সেইন্ট কিটসের ঘরের মাঠ ওয়ার্নার পার্কে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান করেছিলো গায়ানা। দলের পক্ষে শিমরন হেটমেয়ার সর্ব্বোচ্চ ২০ বলে অপরাজিত ৪৫ রান করেন। এছাড়া দুই ওপেনার ব্রেন্ডন কিং ও চন্দরপাল হেমরাজ ২৭ রান করেন। সেইন্ট কিটসের ফাওয়াদ, নাসিম, ডমিনিক ও জাগেসার ২টি করে উইকেট শিকার করেন।

১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই জ্যামাইকার বোলারদের উপর তান্ডব চালাতে থাকেন আসরের শুরু থেকে দারুণ ব্যাট করা এভিন লুইস। ফাইনালে উঠার লড়াইয়ে তার সাথে যোগ দেন ইউনিভার্স বস ক্রিস গেইল। দুজনের সৌজন্যে ৭ ওভারে সেইন্ট কিটসের বোর্ডে জমা পরে ৭৬ রান। দলীয় ৭৬ রানের সময় গেইল বিদায় নেয়ার আগে ৫ চার ও ৩ ছয়ের মারে ২৭ বলে ৪২ রানের ঝড় তুলে যান দ্য ইউনিভার্স বস।

গেইল আউট হয়ে গেলেও অন্তপ্রান্তে অবিচল ছিলেন লুইস। আগের ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৫২ বলে ১০২ রানের অপরাজিত ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছিলেন তিনি। এবারও একই পরিণতি। তবে সেঞ্চুরি করতে পারেননি। শেষ পর্যন্ত ৮টি ছক্কা ও ৩ চারের সাহায্যে ৩৯ বলে অপরাজিত ৭৭ রান করেন। এছাড়া অধিনায়ক ডোয়াইন ব্রাভো ৩১ বলে ৩৪ রানের ইনিংসে লুইসকে যথাযথ সঙ্গ দেন। ১৩ বল বাকজি থাকতেই সেইন্ট কিটস পায় ৭ উইকেটের জয়। আজ রাত ৮টায় সিপিএলের ফাইনালে সেন্ট লুসিয়া জোকসের মুখোমুখি হবে সেইন্ট কিটস।

মন্তব্যসমূহ (০)


Lost Password