কেন্দুয়ায় গ্যাস সিলিন্ডার গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভার নিহত, আহত ২

কেন্দুয়ায় গ্যাস সিলিন্ডার গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভার নিহত, আহত ২

 নেত্রকোনার উপজেলায় কেন্দুয়া মদন সড়কে ইটকলা নামক স্থানে আজ বৃহস্পতিবার আনুমানিক ১ টার দিকে কেন্দুয়া থেকে মদন গামী গ্যাস সিলিন্ডার গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনাটি ঘটে।

এতে গ্যাস সিলিন্ডার গাড়ীর ড্রাইভার ঘটনাস্থলেই নিহত হন।সাথে থাকা দুজন হেলপার গুরুতর আহত হলে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। হাসপাতাল ও থানা সূত্রে জানা যায়, নিহত ড্রাইভার সুজন মিয়া (৩৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জালুয়া সাভার গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।আহতরা হলেন একই উপজেলার মাথপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে শামীম (২৫) ও আচার গাও গ্রামের শহীদ মিয়ার ছেলে রমজান আলী (২০)।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে গাড়ী জব্ব করা হয়েছে। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়েছে। নিহত ড্রাইভারের লাশ থানার হেফাজতে আছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password