নওগাঁর পত্নীতলার নজিপুর ফ্রেন্ডস ক্লাবের অঙ্গসংগঠন দিবর ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে কোরআন তিলাওয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চকসোনাতন মল্লিকপুর উম্মুলখায়ের কওমিয়া হাফেজিয়া মাদ্রাসায় কোরআন তিলাওয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় কোরআন তিলাওয়াতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আবু শাহারিয়ার সিদ্দিকী শান্ত।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন, প্রচার সম্পাদক রিফাত হোসেন, উপ-প্রচার সম্পাদক আব্দুল আজিজ, দিবর ফ্রেন্ডস ক্লাবের সভাপতি তৌফিক হাসান, সহ-সভাপতি মাহফুজ আলম, সহ-সভাপতি কাওছার হোসেন, কোষাধ্যক্ষ শাকিল চৌধুরী, সক্রিয় সদস্য সাব্বির হোসাইন, আলামিন সহ মাদ্রাসার সকল ছাত্ররা উপস্থিত ছিলেন।
এসময় কোরআনের পখি হেফজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে তিলাওয়াত শেষে বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে দেশ জাতির কল্যানে দোয়া ও মুনাজাত করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন