করোনায় আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজ দলের চার সদস্য

করোনায় আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজ দলের চার সদস্য
MostPlay

স্পোর্টস ডেস্ক : তিন টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে গিয়ে শুরুতেই বড় ধাক্কা খেলো ওয়েস্ট ইন্ডিজ। শনিবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, করোনা পরীক্ষায় তিন ক্রিকেটার এবং একজন টিম স্টাফ পজিটিভ হয়েছেন।

৯ ডিসেম্বর পাকিস্তানে পা রাখে সীমিত ওভারের অধিনায়ক কাইরন পোলার্ডবিহীন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। পাকিস্তান পৌঁছেই করাচিতে কোয়ারেন্টিনে রয়েছে পুরো দল। কোয়ারেন্টিনে থাকাকালীন সময়েই কপাল পুড়ল ক্যারিবীয় দলের তিন ক্রিকেটারের।

করোনাভাইরাসে আক্রান্ত তিন ক্রিকেটার হলেন- বাঁহাতি পেসার শেলডন কটরেল, অলরাউন্ডার রোস্টন চেস, ব্যাটসম্যান কাইল মেয়ার্স। বাকি একজন দলের স্টাফ।

অথচ এই চারজনের সবাই টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করেছেন এবং তাদের মধ্যে করোনার কোনো উপসর্গ প্রকাশ পায়নি। বর্তমানে তাদের আইসোলেশনে রাখা হয়েছে। ১০ দিন পিসিআর টেস্টে নেগেটিভ ফল আসা সাপেক্ষে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তারা।

ক্যারিবীয়দের পাকিস্তান সফরের মিশন শুরু হবে ১৩ ডিসেম্বর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শুরু দুই দলের লড়াইটা। ১৬ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজ শেষে হলেই একদিন বিরতি দিয়ে ১৮ ডিসেম্বর শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে এবং শেষ ম্যাচটি হবে ২২ ডিসেম্বর। সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে করাচিতে।

মন্তব্যসমূহ (০)


Lost Password