পরবর্তী বিশ্বকাপ আয়োজন করবে কোন কোন দেশ জানালো ফিফা

পরবর্তী বিশ্বকাপ আয়োজন করবে কোন কোন দেশ জানালো ফিফা
MostPlay

বিডিটাইপ প্রতিবেদনঃ 

কাতার ফিফা বিশ্বকাপের সফল সমাপ্তি করলো আর্জেন্টিনা। ৩৬ বছর পর তাদের শিরোপা তোলেছে নিজেদের ঘরে। এই নিয়ে আনন্দে আত্মহারা দেশটির জনগন। বিশ্ব মঞ্চের তারকা খেলোয়ার আর্জন্টিনার গর্ভ লিওনেল মেসির বিদায়টা যেন পরিপূর্ণ সুখ দিয়ে গেলো দেশটিকে। মেসি তার নিজের শেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দিয়ে স্মরণ করিয়ে রাখলেন। 

এদিকে কাতার বিশ্বকাপ-২০২২ শেষ না হতেই ভক্তদের চোখ ২০২৬ বিশ্বকাপ আয়োজক দেশ কোনটি, কয়টি দল নিয়ে হবে আগামী বিশ্বকাপ এবং ভেন্যুগুলো কোনটি সেই দিকে। তার অবসান ঘটিয়ে ফিফা ২০২৬ ও ২০৩০  সালের ফিফা বিশ্বকাপ আয়োজক দেশটির নাম ঘোষণা করলেন। 

সেই অবশান ঘটিয়ে ফিফা জানিয়ে দিলেন । ৪৮টি দেশ নিয়ে হবে পরবর্তী বিশ্বকাপ। এবং ২০২৬ সালে ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবেন মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র। উত্তর আমেরিকার এই দেশ গুলো ৪৮টি দলকে প্লাটফর্ম দিয়ে নতুন ফরম্যাটে আয়োজন করবেন আগামী ২০২৬ বিশ্বকাপ।  

মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো দ্বিতীয় ও তৃতীয় বারের মত বিশ্বকাপ আয়োজন করলেও কানাডা ২০২৬ সালেই প্রথ বিশ্বকাপ আয়োজক হিসেবে নিজেদের নাম লিখাবেন। 

জানা যায়, ২০১৮ সালে এই তিনটি দেশ বিড জিতেছিল। ফিফার দায়িত্ত্বে থাকা অল্প কিছু লোক মরক্কোকে ভোট দিয়েছিল তখন। আর বেশির ভাগ ভোট পরেছিল ঐ তিন দেশের উপর। অর্থাৎ বেশির ভাগ ভোট পরেছিল মরোক্ক এর বিরুদ্ধে তাই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ত্ব পায় এই তিন দেশ। তাই এই আয়োজনটির নাম দিয়েছিল "ইউনাইটেড-২০২৬" । 

ফিফা এই তিনটি দেশের ষোলোটি শহরের নাম প্রকাশ করেছে ম্যাচ গুলো আয়োজন করার জন্য। এর মধ্যে এগারোটা শহরই যুক্তরাষ্ট্রের। 

শহর গুলো হলো- তাদের মধ্যে  আটলান্টা, লস অ্যাঞ্জেলেস, বে এরিয়া, সিয়াটল, ডালাস, হিউস্টন, কানসাস সিটি, নিউ ইয়র্ক/নিউ জার্সি, বোস্টন, ফিলাডেলফিয়া এবং মিয়ামি অন্তর্ভুক্ত রয়েছে।

মেক্সিকো তিনটি ভেন্যু  হলো- মেক্সিকো সিটির এস্তাদিও অ্যাজটেকা, মন্টেরির এস্তাদিও বিবিভিএ এবং গুয়াদালাজারার এস্তাদিও আকরন।

কানাডার দুটি ভেন্যু- এদিকে কানাডা এডমন্টনের কমনওয়েলথ স্টেডিয়াম এবং টরন্টোর বিএমও ফিল্ড। 

মন্তব্যসমূহ (০)


Lost Password