শ্রীলঙ্কার বিপক্ষে আজ জিতলেই সেমিতে ইংল্যান্ড

শ্রীলঙ্কার বিপক্ষে আজ জিতলেই সেমিতে ইংল্যান্ড
MostPlay

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শুরু হওয়ারে আগে থেকেই শিরোপার অন্যতম দাবিদার মানা হচ্ছে ইংল্যান্ডকে। বিশ্বকাপ শুরুর পর ইংল্যান্ডের ঘরে শিরোপা যাচ্ছে এমনটা ভাবার লোকের সংখ্যা বেড়েছে বহুগুন। নিজেদের প্রথম তিন ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে ইংলিশরা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে শুরু, মাঝে বাংলাদেশকে হারানোর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়, টানা তিন ম্যাচ জিতে এরই মধ্যে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে উইয়ন মরগান বাহিনী। সোমবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইংলিশরা। লঙ্কানদের বিপক্ষে জিতলেই শেষ চার নিশ্চিত হবে ক্রিস সিলভারউডের শিষ্যদের।

প্রতিপক্ষ শ্রীলঙ্কা চলতি টুর্নামেন্টে রীতিমতো সংগ্রাম করছে। যদিও বাছাই পর্বের তিন ম্যাচের সবগুলোতে জিতে মূলপর্বে নেমেছিল লঙ্কানরা। কিন্তু সুপার টুয়েলভতে এসেই খেই হারিয়ে ফেলে দাসুন শানাকা বাহিনী। বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটের জয়ই সই, এরপর অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই হারে নিজেদের শেষ চারের রাস্তা কঠিন করে ফেলেছে মিকি আর্থারের শিষ্যরা। সে কারণেই কি না জয়ের বিকল্প নেই লঙ্কানদের সামনে।

কিন্তু গত কয়েক ম্যাচে ইংল্যান্ড যা করেছে, তাতে জয় আশা করা হয়তো একটু বেশিই হবে লঙ্কানদের জন্য। পরিসংখ্যানও কথা বলছে ইংল্যান্ডের পক্ষেই। ২০ ওভারের খেলায় মুখোমুখি ১২ দেখায় জয়ের পাল্লা ভারী ২০১০ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নদের। ইংলিদের ৮ জয়ের বিপরীতে শ্রীলঙ্কার জয় ৪টিতে।

মন্তব্যসমূহ (০)


Lost Password