যুদ্ধ বন্ধ না হলে বৈশ্বিক জ্বালানি সংকটের সমাধান সম্ভব নয়: ইইউ

যুদ্ধ বন্ধ না হলে বৈশ্বিক জ্বালানি সংকটের সমাধান সম্ভব নয়: ইইউ
MostPlay

ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত বৈশ্বিক জ্বালানি সংকটের সমাধান সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। খবর এপির। জ্বালানি ইস্যুতে বুধবার (১৯ অক্টোবর) ব্রাসেলসে জরুরি বৈঠক বসে। এ সময় ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন বলেন, জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া।

বিরোধী শক্তিকে দমাতে বন্ধ করে রাখা হচ্ছে গ্যাসের সরবরাহ। বিশ্বাব্যাপী তরল গ্যাসের সরবরাহ বন্ধ করে সংশ্লিষ্ঠ দেশগুলোকে ইউক্রেন বিরোধী অবস্থানে যেতে বাধ্য করছে মস্কো। বৈঠকে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিচেল জানান, জ্বালানির মুল্য নির্ধারণসহ বিভিন্ন ইস্যুতে মতবিরোধ দেখা দিয়েছে ইউরোপের দেশগুলোর মধ্যেই। এ অবস্থায় সামনের দিনগুলো আরও কঠিন হবে বলেও সতর্ক করেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password