পত্নীতলায় এডুকেশন ক্লাবের আয়োজনে ঈদ উৎসব উদযাপন

পত্নীতলায় এডুকেশন ক্লাবের আয়োজনে ঈদ উৎসব উদযাপন

"আজকে ছোট, কালকে মোরা বড়ো হবো ঠিক, জ্ঞানের আলোয় মোড়া আলোকিত করবো চতুর্দিক " এই পতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলা এডুকেশন ক্লাবের আয়োজনে বেংডোম গ্রামে ১১তম ঈদ উৎসব-২০২৩ উদযাপন করা হয়েছে ।

ঈদের দিন বিকালে বেংডোম গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী মো: ফিরোজ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র গ্রামের কৃতি সন্তান: ইঞ্জিনিয়ার গোলাম মোরশেদ সালেফ। মেহেদী রেজার পরিচালনা এবং সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আল কামা রণি এবং রাদশাহী মেডিক্যাল কলেজের ৩য় বর্ষের ছাত্র আব্দুল আহাদ।

প্রধান অতিথি বলেন মেধা বিকাশের এ আয়োজন চলমান থাকা উচিত আমাদের ভবিষ্যত প্রজন্মকে গড়ে তোলার জন্য। আলোচনা শেষে কুইজ, উপস্থিত বক্তৃতা, কোরআন তেলাওয়াত, ইসলামি সঙ্গীত, কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা, ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথি বৃন্দ।

মন্তব্যসমূহ (০)


Lost Password