তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ২0000 এর কাছাকাছি

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ২0000 এর কাছাকাছি
MostPlay

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৯ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৭০ জনে। আর সিরিয়ায় নিহতের সংখ্যা কমপক্ষে তিন হাজার ১৬২ জন। খবর: বিবিসি’র। আড়াই কোটিরও বেশি মানুষ শক্তিশালী এই ভূমিকম্পের শিকার হয়েছেন বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এতে মৃত্যুর সংখ্যা কয়েকগুণ বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। বিবিসি জানায়, দুই দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের মরদেহ উদ্ধারে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন। গত সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। পরে আরও কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password