নওগাঁ -২ আসনে স্থগিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের নিয়ে এক রিফ্রেসার্স প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি" সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্য কাজ করবেন কোন পেশী শক্তির ভয় করবেন না"শুক্রবার জেলা পরিষদ অডিটোরিয়াম পত্নীতলায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্ণিং অফিসারের আয়োজনে নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্ণিং অফিসার মো. গোলাম মওলা’র সভাপতিত্বে দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথির বক্তব রাখেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ও নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার টুকটুক তালুকদার, জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল মমিন , থানার ওসি মোজাফফর হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুর রহমানসহ প্রিজাইডিং ও সকল সহকারী প্রিজাইডিং অফিসারবৃন্দ প্রমূখ।
আগামী ১২ ফেব্রুয়ারী সোমবার নওগাঁ -২ আসনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নওগাঁ-২ আসনে ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ৫৭২ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৫৯ জন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন