নওগাঁর মান্দায় প্রায় ৬ হাজার কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ

নওগাঁর মান্দায় প্রায় ৬ হাজার কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ
MostPlay

নওগাঁ জেলার মান্দা উপজেলায় প্রায় ৬ হাজার কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, সম্প্রসারণ কর্মকর্তা সাবিয়া সুলতানা, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, চলতি মৌসুমে উপজেলার ১৪ ইউনিয়নে ৫ হাজার ৯৭০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হবে।

এর মধ্যে ৭০০ জন কৃষককে গম বীজ ও সার, এক হাজার ৪০০ কৃষককে ভুট্টা বীজ ও সার, এক হাজার ৮৭০ কৃষককে সরিষা বীজ ও সার, ২০০ কৃষককে সূর্যমুখী বীজ ও সার, ৭০০ জন কৃষককে মসুর বীজ ও সার, ৭৫০ কৃষককে খেসারী বীজ ও সার, ৮০ জন কৃষককে চিনা বাদাম ও সার, ৩০ জন কৃষককে মুগ বীজ ও সার এবং ২৪০ জন কৃষককে পেঁয়াজ বীজ ও সার দেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password