নওগাঁর মান্দায় ৩৪০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

নওগাঁর মান্দায় ৩৪০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ
MostPlay

নওগাঁ জেলার মান্দা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩৪০ জন কৃষকের মাঝে প্রদর্শনীর বীজ, সার, উপকরণ ও অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, ইউএনও আবু বাক্কার সিদ্দিক, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, সম্প্রসারণ কর্মকর্তা সাবিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। এব্যাপারে, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, উপজেলার ১৪ ইউনিয়নের গ্রীষ্মকালিন পেঁয়াজ উৎপাদনের লক্ষে ১৫০ জন চাষীর প্রত্যেককে ১ কেজি বীজ, ও ২০ কেজি এমওপি ২০ কেজি ডিএপি সারসহ উপকরণ ও অর্থ বিতরণ করা হয়েছে। এছাড়া ১০০ জন কৃষকের প্রত্যেককে দেওয়া হয়েছে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।

কৃষি কর্মকর্তা আরও বলেন, ‘নাবী পাট বীজ’ উৎপাদনের লক্ষে ৯০ জন কৃষকের প্রত্যেককে ৫০০ গ্রাম পাট বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ইউরিয়াসহ অর্থ সহায়তা প্রদান করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password