সাপাহারে প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সাপাহারে প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

“স্মার্ট লাইভ স্টক,স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার সকাল ১০ টায় প্রাণিসম্পদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারিমন জাহান লুনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত থেকে উদ্যোক্তা ও খামারীদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

মন্ত্রী বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যকে এগিয়ে নিতে উদ্যোক্তা ও খামারীদের ভূমিকা অপরিসীম, উন্নত দেশ গড়তে উন্নতমানের গৃহপালিত গবাদি পশু ও পাখির বিকল্প নেই। এ সময় অন্যান্যদের বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ মৌসুমি আক্তার, খামারি আব্দুল লতিফ প্রমুখ।

আলোচনা সভার শেষে ফিতা কেটে প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করেন ও অনুষ্ঠানে ৩০ জন উদ্যোক্তা ও খামারি স্টলে অংশগ্রহণ কারীদের ষ্টার পরিদর্শন করেন সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লুনা সহ অতিথিবৃন্দ। এদের মধ্যে থেকে চার ক্যাটাগরিতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে পুরস্কার বিতরণ সহ বাকিদের শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password