ঢাকাস্থ মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঢাকাস্থ মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
MostPlay

“এসো মিলি বন্ধনে, শিকরের সন্ধানে” স্লোগানকে সামনে রেখে সাফল্য ও গৌরবে প্রতিষ্ঠার ৭ম বর্ষ পালন করেছে ঢাকাস্থ মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদ। শুক্রবার ৩ ডিসেম্বর রাজধানীর এলিফ্যান্ট রোডের স্টার কাবাব হোটেলে ঢাকাস্থ মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত হয়।

ছাত্র কল্যাণ পরিষদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব আবদুল্লাহ আল মাহমুদ জামান। প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, নিজ এলাকার এই তরুনদের সাথে দারুণ একটা সময় কাটাতে পারে আমি আনন্দিত। সংগঠনের সকল তারুন্যদীপ্ত মেধাবীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সংগঠনে প্রধান উপদেষ্টা মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু বলেন, ২০১৫ সালে প্রতিষ্ঠিত সেই শিশু সংগঠনটি এখন অর্ধযুগ পেরিয়ে হাটতে শুরু করেছে।

আমি সবসময়ই ছাত্রদের ভালো কাজে উৎসাহ দিয়ে আসছি ভবিষ্যতেও দিয়ে যাব। সংগঠনের সভাপতি মোঃ সোহাগ রানার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির সমন্বয়ক মেহেদী হাসান তানজীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম, গণপূর্ত পেকু সার্কেল ঢাকার সহকারী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ আলী আকবর সরকার,

জেনিথ ইসলামি লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন খোকন, মুরাদনগর উপজেলা আওয়ামী যুবলীগের (ভারপ্রাপ্ত) আহবায়ক রুহুল আমিনসহ আরো উপস্থিত ছিলেন ঢাকাস্থ মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী, সদস্যবৃন্দ। ঢাকাস্থ মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে মুরাদনগরের বিভিন্ন গুণীজনসহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password