নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরীর ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৫ই এপ্রিল) সকালে উপজেলার পৌরসভা কার্যালয়ে এ মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী। এতে পৌরসভায় কর্মকর্তা সহ পৌর এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে সুষ্ঠু বিচার ও প্রতিবাদ জানায় এলাকাবাসী। মানববন্ধনে পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান (মিতু) কতৃক পৌর মেয়র রেজাউল কবির চৌধুরীকে শারীরিকভাবে আঘাত ও লাঞ্চিত ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ার পর্যন্ত সকল কর্মকর্তা ও কর্মচারী কলম বিরতি ঘোষণা করে নজিপুর পৌর সার্ভিস এসোসিয়েশন।
উল্লেখ্য যে, গত ৪ এপ্রিল নজিপুর পৌরসভা কার্যালয়ে মেয়র রেজাউল কবির চৌধুরী উপর শারীরিক আঘাত ও লাঞ্চিত করে ৯নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান (মিতু)। এতে গুরুতর আহত অবস্থায় তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল এ বিষয়ে নজিপুর পৌর মেয়র রেজাউল কবীর চৌধুরী বলেন, পৌরসভার অনুমোদন ছাড়াই কাউন্সিলর মিতু নিজে কিছু কাজ করেছে বলে আমাকে বিলে স্বাক্ষর দিতে বলেন। নিয়মবহির্ভূত কাজের বিলে আমি স্বাক্ষর দিতে না চাইলে তিনি আমার ওপর অতর্কিত হামলা করেন। এ বিষয়ে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিতুর কোন বক্তব্য পাওয়া যায়নি।
পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ্ জানান, আমি বিষয়টি জানার পর গতকাল হাসপাতালে গিয়ে মেয়রের সঙ্গে দেখা করি। মেয়র রেজাউল কবীর চৌধুরীর স্ত্রীর লিখিত অভিযোগে আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন