নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে-২০১৩ পালিত

নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে-২০১৩ পালিত
MostPlay

নওগাঁ জেলায় পালিত হলো, পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি। কমিনিটি পুলিশ ডে-২০২৩, নওগাঁ জেলা পুলিশ লাইনে নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে ।

এই প্রতিপাদ্য কে সামনে রেখে বর্ণাঢ্য রালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ পালিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল ৯টায় নওগাঁ পুলিশ লাইন্স থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ পুনরায় পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। পরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল সেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পুলিশ সুপার রাশিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মওলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজ্জ্বল কুমার, কমান্ড (পুলিশ সুপার), ইন-সার্ভিস সেন্টার নওগাঁ। এছাড়াও অন্যান্যদের মাঝে, অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান পি পি,এম অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ফৌজিয়া হাবিব খান, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ হাসমত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

এসময় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে নওগাঁ সদর মডেল থানার এস আই (নিরস্ত্র) আনাম মোল্লা এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে ইলিয়াস তুহিন রেজার হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক গোলাম মাওলা।

মন্তব্যসমূহ (০)


Lost Password