রাজশাহীর মোহনপুরে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লিখে এক কলেজশিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ৪ নভেম্বর উপজেলার বাকশিমইল ইউনিয়নের সইপাড়া মেডিকেল মোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, আত্মহত্যাকারী বিউটি খাতুন মোহনপুর ডিগ্রি কলেজের মনোবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি কেশরহাট পৌর এলাকার হরিদাগাছি মহল্লার সাইদুর রহমানের মেয়ে।
তিনি দীর্ঘদিন ধরে মোহনপুরের সইপাড়া এলাকায় খালুর বাড়িতে থেকে লেখাপড়া করতেন। তার খালুর নাম হাবিবুর রহমান। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিউটি আত্মহত্যার আগে নোটবুকে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লিখে আত্মহত্যা করেছেন। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার মরদেহের পাশ থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।
তার আত্মহত্যায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে মোহনপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। আত্মহত্যার কারণ জানতে চাইলে পরিবারের বরাত দিয়ে ওসি তৌহিদুল ইসলাম বলেন, বিউটি দীর্ঘদিন ধরে পেটের ব্যথা ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। এজন্যও আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তারপরও অধিকতর তদন্ত করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে খাওয়া-দাওয়া শেষে বিউটি তার খালাকে বলে, সে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করবে। এজন্য কেউ যেনো তাকে না ডাকে। সকালে খালা তাকে ডাকাডাকি করলে সে কোনো সাড়া না দেওয়ায় জানালা দিয়ে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন