নওগাঁয় কবির সাথে আড্ডা ও কাব্যগ্রন্থ "বাবা ও লাঙল বৃত্তান্ত" প্রকাশের জন্য কবি- সম্পাদক রবিউল মাহমুদকে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে বলিহার রাজপ্রাসাদের দ্বিতীয় তলার বেলকুনিতে নওগাঁ সাহিত্য পরিষদ এর আয়োজন করে।
আড্ডায় নওগাঁ সাহিত্য পরিষদের সহ-সভাপতি কবি অরিন্দম মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সংগঠনের সাধারন সম্পাদক গল্পকার ও চর্যাপদ গবেষক আশরাফুল নয়ন, বান্দাইখাড়া টেকনিকাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। কবি- সম্পাদক রবিউল মাহমুদের সাহিত্য কর্ম ও ব্যাক্তি জীবন তুলে ধরে আলোচনাসহ কবির স্বরচিত কবিতা পাঠ করেন কবি অনিন্দ্য তুহিন, রিমন মোরশেদ, এস এইচ নীর, মারিয়া নূর, সুস্মিতা সাহা, সোহাগ হোসেন, মোহাম্মদ নাসির, পূর্নিমা জাহান, রোকেয়া শাকিলা, আবু রেজা প্রমূখ।
পরে কবির প্রথম কাব্যগ্রন্থ "বাবা ও লাঙল বৃত্তান্ত" প্রকাশের জন্য সংগঠনের পক্ষ হতে সম্মাননা প্রদান করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন