নওগাঁর সাপাহা‌রে শেখ রা‌সে‌লের ৫৮তম জন্ম‌দিন উদযাপন

নওগাঁর সাপাহা‌রে শেখ রা‌সে‌লের ৫৮তম জন্ম‌দিন উদযাপন

নওগাঁ জেলার সাপাহা‌র উপজেলায় "‌শেখ রা‌সেল দীপ্ত জ‌য়োল্লাস অদম‌্য আত্মবিশ্বাস" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ক‌নিষ্ঠ সন্তান শেখ রা‌সে‌লের ৫৮ তম জন্ম‌দিন উপলক্ষে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

আজ সোমবার (১৮ অক্টোবর) সকাল ৯ টার দিকে উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে কর্মসূচী শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে শেখ রা‌সেলের ৫৮ তম জন্ম‌দিন উপল‌ক্ষে শেখ রা‌সে‌লের প্রতিকৃ‌তি‌তে পুস্পমাল‌্য অর্পন করা হয়। পরে ‌শেখ রা‌সেল সহ বঙ্গবন্ধু প‌রিবা‌রের শহীদ‌দের মাগ‌ফেরাত কামনায় দোয়া ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। পরবর্তী সময়ে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আব্দুল‌্যাহ আল মামু‌নের সভাপ‌তি‌ত্বে এক আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। উক্ত আ‌লোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অ‌তিথী হি‌সেবে উপ‌স্হিত ছি‌লেন গনপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের খাদ‌্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ বীর মু‌ক্তি‌যোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

এসময় বি‌শেষ অ‌তিথী হি‌সেবে উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান আলহাজ্ব শাহ্জাহান হো‌সেন মন্ডল, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার কৃ‌ষিবিদ মু‌জিবুর রহমান, উপ‌জেলা মৎস অ‌ফিসার রো‌জিনা পার‌ভিন, প্রানী সম্পদ কর্মকর্তা ডা: অ‌শিষ দেবনাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তা‌রেকুর রহমান সরকার, সা‌বেক মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার ওমর আলী, সাপাহার উপজেলা আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক মাসুদ রেজা সা‌রোয়ার সহ উপ‌জেলার সকল দপ্ত‌রের কর্মকর্তাবৃন্দ, সাংবা‌দিকবৃন্দ ও শিক্ষার্থীগন উপ‌স্থিত ছি‌লেন। অনুষ্ঠান‌টি সন্ঞ্চালনা ক‌রেন কৃ‌ষি সম্প্রসারণ অ‌ফিসার ম‌নিরুজ্জামান । আ‌লোচনা শে‌ষে কুইজ প্রতি‌যোগী‌ শিক্ষার্থী‌দের মা‌ঝে পুরস্কার বিতরন করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password