সাপাহারে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন

সাপাহারে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে নওগাঁর সাপাহারে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মহান মে দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।

দিবসটি পালনে সোমবার সকাল ৮ টার সময় সাপাহার উপজেলা শ্রমিক ঐক্য জোটের উদ্যোগে সাপাহার নতুন বাস স্ট্যান্ড হইতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রতিটি সড়ক প্রদক্ষিন শেষে এখন স্থানে মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় লোড পয়েন্ট অফিসের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে শ্রমিক দিবসের উপর গুরুত্বারোপ রেখে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম। এ সময় নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক,ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সাপাহার থানা লোড পয়েন্ট, খাদ্য গুদাম ও বাজার শ্রমিক ইউনিয়ন, লোড আনলোড পরিবহন শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হোটেল ও এস্তোরা শ্রমিক ইউনিয়ন, সিএনজি, অটো, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও সদস্যগণ অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password