দগ্ধ রনি ও পুলিশের কনস্টেবল শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে

দগ্ধ রনি ও পুলিশের কনস্টেবল শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে
MostPlay

গাজীপুরে মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ আবু হেনা রনি ও পুলিশের কনস্টেবল জিল্লুর রহমানের শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে। এমনটা জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদসহ মেডিকেল বোর্ডের সদস্যরা দগ্ধদের পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানানো হয়। আশঙ্কামুক্ত না হওয়ায় তাদের এখনও পর্যবেক্ষণে রাখার কথাও জানান বার্ন ইউনিট প্রধান। এ সময় আইজিপি জানান, বেলুন বিস্ফোরণের ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে।

একই সাথে এ ধরনের ঘটনা এড়াতে সর্বোচ্চ সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি। তাদের চিকিৎসায় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন বেনজির আহমেদ। এদিকে এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

মন্তব্যসমূহ (০)


Lost Password